বান্দরবানে কৃষকদের উচ্চ ফলনশীল ধানের বীজ ও রাসায়ানিক সার প্রদান
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 09-07-2024
ফাইল ছবি : সংগৃহীত

উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান সদর উপজেলার ২শত কৃষককে প্রণোদনার আওতায় উচ্চ ফলনশীল ধানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি এই বীজ ও সার প্রদান করেন।

এসময় বান্দরবান সদর উপজেলার দুইশত কৃষক এর প্রতিজনকে ২০ কেজি করে সার এবং ৫কেজি করে উচ্চ ফলনশীল ধানের বীজ প্রদান করা হয়।

অনুষ্টানে সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক এম.এম শাহ নেয়াজ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.রাকিবুল হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলমসহ সরকারী বিভিন্ন দফরের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, বান্দরবানের ৭ উপজেলার ১ হাজার কৃষককে পর্যায়ক্রমে প্রণোদনার আওতায় এই উচ্চ ফলনশীল ধানের বীজ ও রাসায়ানিক সার প্রদান করা হবে।

শেয়ার করুন