শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন আর পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্ত্রাসী তৎপরতা বন্ধ করে পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বান্দরবানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনপ্রতিনিধি ও গ্রামপ্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ জুন) সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটির উদ্যোগে জেলা সদরের একটি হোটেলের সভাকক্ষে রোয়াংছড়ি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন জনপ্রতিনিধি ও গ্রাম প্রধানদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তারা অবিলম্বে পার্বত্য শান্তি চুক্তির সকল ধারা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আবেদন জানায় এবং পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সকল ধরণের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে আহবান জানায়।