পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলাধীন বান্দরবান বিশ্ববিদ্যালয়, এবং পৌর শহরের বাস ষ্টেশন ট্যানেলসহ বিভিন্ন চলমান প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
শনিবার সকালে বান্দরবানের বিভিন্ন উন্নয়ন চলমান প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর উপ- পরিচালক মংছেন লাইন রাখাইন, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপসহকারী প্রকৌশলী এরশাদ মিয়া ও সোমনাথসহ স্থানীয় ঠিকাদাররা উপস্থিত ছিলেন।