বান্দরবানের সেনা জোনের উদ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার ( ২৪ মার্চ ) বিকালে বান্দরবান সেনা জোনের এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জোনাল স্টাফ অফিসার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি ।
এসময় পবিত্র মাহে রমজান উপলক্ষে সদর উপজেলায় ১১টি মাদ্রাসা ও এতিমখানায় এক মাসের জন্য ইফতার সামগ্রী প্রদান করা হয়।
বক্তব্যে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের মাঝে এই সামান্য উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি। এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের খুশি ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।
আজকের এই সহযোগিতার পাশাপাশি পরবর্তীতেও সেনা জোনের পক্ষ থেকে বিভিন্ন দূঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সেনাকর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় উপস্থিত ছিলেন।