বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক হাজার ব্যক্তির মাঝে সহায়তা হিসেবে নগদ অর্থ এবং চাল দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ৫০ কেজি চাল এবং নগদ অর্থ সহায়তা হিসেবে ১ হাজার ৭০০ টাকা দেয়া হয়।
শুক্রবার (২৮ জুন) সকালে বান্দরবান জেলা পরিষদ গেস্ট হাইজে এ সহায়তা তুলে দেন জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।
জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা জানান, পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত গাড়িচালক, ইঞ্জিনবোট চালক এবং পর্যটন গাইডদের মাঝে চাল ও নগদ টাকা প্রদান করা হয়েছে।
এর মধ্যে বান্দরবান সদরের ২৭৯ জন, রুমা উপজেলার ৩৫৯ জন, রোয়াংছড়িতে ২০৫ জন এবং থানচিতে ২০৫ জন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এ সহায়তা পান।