বান্দরবানে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. নজির হোসেন (৪৩) ও কাইথাং খুমী (৬০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে পৌর এলাকার হোটেল গ্রেন্ড ভ্যালী সামনে থেকে তাদেরকে আটক করা হয়। যার আনুমানিক বাজারের মূল্য ২০ লক্ষ টাকা।
গ্রেফতার মো. নজির হোসেন (৪৩), সে পৌর এলাকার ৯ নাম্বার ওর্য়াডের সিকদার পাড়ার সৈয়দ নূরের ছেলে। অপর একজন কাইথাং খুমী (৬০)। সে থানচি তিন্দু মৌজার কোঅং পাড়ার আংটিলি খুমীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব ১৫।
অভিযানে দুই মাদক কারবারি কাজ থেকে তল্লাসি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও এই দুইজন দীর্ঘদিন ধরে মোটর সাইকেল যোগে ইয়াবা পাচার করে আসছিল।
বান্দরবান সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহিদুল ইসলাম জানান, ইয়াবাসহ আটককৃত দুই ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের মাদকের মামলায় আদালতে প্রেরণ করা হবে।