দুই দিনের রিমান্ড শেষে ১৩ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (১ মে) দুপুরে রিমান্ড শেষে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসাইন এর আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এদিকে রুমা সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় জেসি জিংরিনহপার বম নামে আরেক নারী কেএনএফ সহযোগীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আদালত সূত্রে জানা যায়, রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১৩ আসামীকে দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসাইন এর আদালতে তোলা হয়। শুনানী শেষে আদালত আসামীদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
উল্লেখ্য, রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, অস্ত্র লুটের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৭৯ জন কেএনএফ এর সহযোগীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার মধ্যে ২০ জন নারী সদস্য রয়েছে।