ব্রাহ্মণবাড়িয়ায় সমন্বয়ককে পেটানোর অভিযোগ আরেক সমন্বয়কের বিরুদ্ধে, সড়ক অবরোধ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 25-01-2025
ফাইল ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাদিম ইসলামকে (২৫) পেটানোর অভিযোগ উঠেছে আরেক সমন্বয়কের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আশুগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটেছে।

আহত নাদিম ইসলামকে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নাদিম আশুগঞ্জ চরচারতলার মৃত ওমর আলীর ছেলে। অন্যদিকে মো. মিশেল উপজেলার সোহাগপুর এলাকার বাসিন্দা।

 

নাদিম ইসলামের ওপর হামলার প্রতিবাদে গতকাল রাতেই আশুগঞ্জ গোলচত্বরে জড়ো হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মো. মিশেলকে গ্রেপ্তারের দাবি জানান জাতীয় নাগরিক কমিটির উপজেলার সদস্য ও সমন্বয়কদের একটি অংশ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ থেকে ৩০ জানুয়ারি আশুগঞ্জ শ্রম ও কল্যাণ কেন্দ্রে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হওয়ার কথা। এ কারণে গতকাল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদির আসার কথা ছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেসেঞ্জার গ্রুপে জাতীয় নাগরিক কমিটির নেতাদের আশুগঞ্জে প্রতিহত করার আহ্বান জানান মিশেল। এর প্রতিবাদ করেন আরেক সমন্বয়ক নাদিম ইসলাম। এ ঘটনার জেরে গতকাল সন্ধ্যায় মিশেলের নেতৃত্বে একদল যুবক নাদিম ইসলামকে একা পেয়ে পিটিয়ে আহত করেন।

 

জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বৈষম্যবিরোধী আন্দোলনের আশুগঞ্জের সমন্বয়ক জয়ন্তী বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুলাই ও আগস্ট মাসে উপজেলায় আমরা অনেক কর্মসূচি পালন করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিল, এমন দাবি করায় বিভিন্ন কর্মসূচিতে মিশেলকে সঙ্গে রেখেছি। দু-একটি কর্মসূচিতে সে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল। ২৮-৩০ জানুয়ারি উপজেলায় তারুণ্যর মেলায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা আসবেন। কিন্তু মিশেল আমাদের সর্বশেষ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদেরকে প্রতিহত করবেন বলে ঘোষণা দিয়েছেন। প্রতিবাদ করায় তারা নাদিমকে মারধর করেছে। এ ঘটনার পর বিভিন্ন ফেসবুক পোস্ট থেকে জানতে পারছি যে হামলাকারী মিশেল ছাত্রলীগের কর্মী। তাকে গ্রেপ্তার করার জন্য আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। আমরা এ ঘটনায় মিশেলসহ তার সহযোগীদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন না ধরায় মো. মিশেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল মিয়া বলেন, উপজেলার চরচারতলা এলাকার নাদিম ইসলাম নামের একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। যে হামলা করেছে তাদের ছাত্রলীগ কর্মী বলছে আহত পক্ষ। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।


 

শেয়ার করুন