কারাতে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় লামার অভাবনীয় অর্জন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 02-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার “মডার্ণ স্কুল এন্ড কলেজ” এর মেধাবী শিক্ষার্থীরা এবার জাতীয় পর্যায়ের অর্জন ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও সফলতা ছিনিয়ে এনেছে । গত ২৭ ও ২৮ নভেম্বর শ্রীলংকার কলোম্বোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহন করে এ সফলতা অর্জন করেন তারা।

লামা মডার্ণ স্কুল এন্ড কলেজের পরিচালক ও স্বর্ণকন্যা জাতীয় কোচ জউপ্রু মার্মা বলেন, সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ-২০২২ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে স্বর্ণ (বালক) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী থিং ক্য উয়ে এবং স্বর্ণ (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রুইতুম ম্রো। রৌপ্য (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী চাই ন্যুউয়ে ও ন্যু মে মার্মা। বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৯টি তাম্র পদক অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সিংক্যউ, রুইতুম, ছাইনুয়ই, তুম্পং, রেংহিন, দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী প্রুরুওয়াংচ।

শেয়ার করুন