চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য চাল, টাকা ও ঢেউটিন বরাদ্দ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 06-07-2022
ফাইল ছবি : সংগৃহীত

চলমান বন্যা ও একাধিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় আরও এক হাজার টন চাল, তিন কোটি ২০ লাখ টাকা এবং ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গতকাল ৫ জুলাই (মঙ্গলবার) এ বরাদ্দ দেওয়া হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জে ৫০০ টন করে চাল, এক কোটি করে টাকা এবং ২০০ বান্ডিল করে ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতি বান্ডিল ঢেউটিনের সঙ্গে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে প্রদানের জন্য তিন হাজার টাকা করে মোট এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শেয়ার করুন