সংবিধান অনুযায়ী এ দেশে নির্বাচন হবে: সমাজকল্যাণ মন্ত্রী
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 04-05-2023
ফাইল ছবি : সংগৃহীত

বিএনপি নেতাদের উদ্দেশ করে লালমনিরহাট ২ আসনের এমপি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেছেন, সংবিধান অনুযায়ী এ দেশে নির্বাচন হবে।’ বিএনপি নির্বাচনে না আসলে সেটি তাদের বিষয়।

 

তারা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সন্ত্রাস করবে- এমন শঙ্কা প্রকাশ করে মন্ত্রী বলেন, তারা নির্বাচন বানচালের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান। দেশের উন্নয়ন দেখে জ্বলে পুড়ে মরছে তারা এ এদেশের মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে, সরকারের উপর দেশের মানুষ ভরসা করে।

 

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক স্কুলের আট টি ভবন উদ্বোধন ও ভিক্ষুক পূর্ণবাসনের আওতায় দুইটি রিক্সা বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে (ভারপ্রাপ্ত) ইউএনও ইসরাত জাহান সনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী ।

 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্ত, আব্দুর রাজ্জাক, উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী এলজিডি সানজিৎ রানা ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মিজানুর রহমান মিজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কমলেন্দু রায় মিন্টু, উপজেলা আওয়ামী লীগ এর নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান কাঞ্চন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন নাহার,  যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তাহের তাহু, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ সহ আরো অনেকে।

শেয়ার করুন