প্রবাসী আয়ের জোরালো প্রবাহ অব্যাহত, চার সপ্তাহে এসেছে ২৪২ কোটি ডলার
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 29-12-2024
ফাইল ছবি : সংগৃহীত

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় ২৪২ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক সময়ে দেশে প্রবাসী আয়ের জোরালো প্রবাহের ধারাবাহিকতায় এই রেমিট্যান্স এল। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গত আগস্টে নতুন সরকার গঠনের পর প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। তবে এবার চার সপ্তাহেই প্রবাসী আয় এল ২৪২ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ে ১৯১ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল; অর্থাৎ চলতি মাসে এ ক্ষেত্রে বড় প্রবৃদ্ধি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরও জানা গেছে, গত তিন দিনে; অর্থাৎ ডিসেম্বরের ২৬–২৮ তারিখে ৯ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। চলতি অর্থবছরের জুলাই মাসের শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত ১ হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে।

 

ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ২০০ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময় প্রতিদিন গড়ে ৯ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৩৮০ ডলার দেশে আসে। আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল গড়ে ৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ডলার। আর গত বছরের ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল গড়ে ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার।

প্রবাসী আয় দেশে আসার এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে প্রবাসী আয়ের প্রবাহ জোরালো হতে শুরু করে। সেই ধারাবাহিকতায় নভেম্বর মাসে প্রবাসী আয় আসে ২২০ কোটি ডলার। গত বছরের নভেম্বরে ১৯৩ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল। সেই হিসাবে নভেম্বরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৪ শতাংশ। এ ছাড়া গত অক্টোবরে দেশে ২৩৯ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল, যা গত বছরের একই মাসের তুলনায় ২১ শতাংশ বেশি। আর গত সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার এবং আগস্টে ২২২ কোটি ডলার প্রবাসী আয় দেশে আসে।

চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে গত জুনে। একক মাস হিসেবে তিন বছরের মধ্যে এটা ছিল সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে এক মাসে সর্বোচ্চ আয় এসেছিল ২০২০ সালের জুলাইয়ে, যার পরিমাণ ছিল ২৫৯ কোটি ডলার।

শেয়ার করুন