এফবিআইপ্রধান প্যাটেলকে মাদক, তামাক, আগ্নেয়াস্ত্রবিষয়ক ব্যুরোর দায়িত্ব থেকে অব্যাহতি: রয়টার্স
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 10-04-2025
ফাইল ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) নতুন পরিচালক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্যাশ প্যাটেলকে দেশটির মাদক, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর (এটিএফ) ভারপ্রাপ্ত পরিচালকের পদ থেকে সরানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত আছেন ট্রাম্প প্রশাসনের এমন কয়েকজন কর্মকর্তা গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন। এটিএফের ভারপ্রাপ্ত পরিচালক পদে ক্যাশ প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন ট্রাম্প প্রশাসনের আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকোল।

 

 

এফবিআইয়ের নতুন পরিচালক পদ নিশ্চিত হওয়ার পর ক্যাশ প্যাটেলকে এটিএফের ভারপ্রাপ্ত পরিচালক করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৪ ফেব্রুয়ারি এটিএফের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে শপথ নিয়েছিলেন প্যাটেল। এর তিন দিন আগে প্যাটেল এফবিআইয়ের প্রধান হয়েছিলেন।

এটিএফের নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে রয়টার্স প্রথম খবর প্রকাশ করেছিল, তবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এখনো প্রকাশ্যে কিছু জানায়নি। বুধবার বিকেল পর্যন্ত এটিএফের ওয়েবসাইটে প্রধান হিসেবে প্যাটেলের নাম ও ছবি ছিল।

 

 

ক্যাশ প্যাটেল প্রেসিডেন্ট ট্রাম্পের একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী তদন্ত সংস্থা এফবিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন তিনি। বাড়তি দায়িত্ব হিসেবে তাঁকে এটিএফের ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছিল। এ সংস্থা যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র–সংক্রান্ত আইন কার্যকর করে থাকে।

এটিএফপ্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের মনোনয়নের ঘোর বিরোধিতা করেছিলেন ডেমোক্র্যাট নেতারা ছাড়াও মধ্যপন্থী দুজন রিপাবলিকান নেতা।

 

 

 

শেয়ার করুন