রাজধানীর খিলক্ষেতে সড়কের পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনও মৃত ওই তরুণীর নাম পরিচয় জানতে পারেনি। তবে সিআইডির ফরেনসিক টিম লাশের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহসহ বিভিন্ন নমুনা সংগ্রহ এবং বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে।
আজ ১৬ এপ্রিল (শনিবার) দুপুরে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ সকালে খিলক্ষেত এলাকায় রাস্তার পাশে মাটিচাপা দেওয়ার মত অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে কোন এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।