আজ ১লা মে (রবিবার) সকাল থেকে ঈদের পরের ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু স্টেশন কাউন্টারে লাইনে খুব বেশি সমাগম দেখা যায়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যে স্টেশন থেকে যাত্রা সেই স্টেশন থেকেই দেওয়া হবে ফিরতি টিকিট। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।
কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজ দেওয়া হবে ৫ মের টিকিট ফিরতি টিকিট। অনলাইন ও কাউন্টারে দুইভাবেই টিকিট বিক্রি চলছে। আগামীকাল চাঁদ দেখার ওপর নির্ভর করে ৪ মের টিকিট দেওয়া হবে। ঈদ কবে হবে সেটি নির্ধারিত হওয়া মাত্রই এ দিনের টিকিট একযোগে অনলাইনে ও কাউন্টারে পাওয়া যাবে।