ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 14-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কোটচাদপুরে পৌরসভার টোল আদায় করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের চৌগাছা স্টান্ডে এ ঘটনা ঘটে। কোটচাদপুর থানার ওসি মইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হল, এলাঙ্গী গ্রামের আক্তার (১৯) এবং শহরের আখ সেন্টার পাড়ার জীবন (১৮)। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছে।

ওসি মইন উদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রবেশকারী যানবাহন থেকে টোল আদায় করত বর্তমান পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম এর সমর্থকরা। প্রায় এক মাস আগে একটি গ্রুপ সেখান থেকে বেরিয়ে যোগ দেয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সাথে। এতে পরবর্তিতে টোল আদায় নিয়ে উভয় গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জেরে আজ সকালে কোটচাদপুর শহরের চৌগাছা স্টান্ডে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে দুই জন নিহত ও ৯ জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনও কাউকে আটক করা হয়নি।

 

শেয়ার করুন