রাঙামাটিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার উদ্যোগে ডিটিসি ও ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল পালন করা হয়ছে।
রবিবার ( ১৭এপ্রিল)রাঙামাটি প্রেস ক্লাব সম্মেলন কক্ষে দুপুর ১টা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ডিটিসি ও বদর দিবসের উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী।
এতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ তানজিলুর রহমান এর সভাপতিত্বে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টর চট্টগ্রাম বিষয়ক সচিব মাওলানা মুহাম্মদ আনোয়ারুল মুস্তফা হেজাজী, গাউসীয় কমিট বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ, বাংলাদেশ ইসলামী যুবসেনার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-জাবের সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়