কমলাপুর রেল স্টেশনে পড়েছে ঈদ যাত্রীদের ঢল
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 29-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

আজ ৩০ এপ্রিল (শুক্রবার) সাপ্তাহিক, মে দিবস এবং ঈদ উল ফিতরের ছুটিসহ টানা ৬ দিন ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে কমলাপুর রেল স্টেশনে। স্টেশনে বেশিরভাগ লোকজনই নির্দিষ্ট সময়ের আগেই পরিবার-পরিজন নিয়ে এসে বসে আছেন। যার ফলে রেল স্টেশনের প্ল্যাটফর্ম বিপুল সংখ্যক মানুষে পরিপূর্ণ।

আজ সকাল থেকেই এমন চিত্র দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশনে। আজ খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সিডিউল বিপর্যয়, এছাড়া বাকি সব ট্রেনগুলোই সঠিক সময়েই ছেড়ে গেছে।  সিডিউল বিপর্যয় ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলে  প্রায় দেড় ঘণ্টা লেটে সকাল ৯টা ৪০ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে যায়।

কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মোঃ আমিনুল হক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। সকাল থেকে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে। আজকে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ আরও বাড়বে। যারা টিকিট কাটতে পারেননি, তাদের কিছু আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, যাতে সবাই বাড়ি ফিরতে পারে।

 

শেয়ার করুন