কমলাপুরে রেলটিকেট কলোবাজারি চক্রের ৫ সদস্য আটক
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 05-07-2022
ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে রেলটিকেট কালোবাজারি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাব-৩।

গতকাল ৪ জুলাই (সোমবার) রাতে দেশের বিভিন্ন প্রান্তের টিকেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আজ ৫ জুলাই (মঙ্গলবার) র‍্যাব-৩-এর পুলিশ সুপার বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে কিছু কালোবাজারি চক্রের সদস্য কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন ট্রেনের টিকিট উচ্চমূল্যে বিক্রয় করছে বলে জানা যায়। পরে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানের টিকেটসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—লিটন মিয়া (৩৭), আবু তাহের (২৬), জাহিদুর রহমান শাকিব (৪০) ও  শাহ আলম (৩৪), মো. ইরান (২০)।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে চারটি ট্রেনের টিকিট, পাঁচটি মুঠোফোন ও ছয় হাজার ৯২৭ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সংঘবদ্ধ টিকেট কালোবাজারি চক্রের সদস্য।

ঈদযাত্রায় ট্রেনের টিকিটের বিপুল চাহিদা থাকে। এ সুযোগ কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আগে নির্ধারিত মূল্যে টিকিট কিনে গোপনে উচ্চমূল্যে বিক্রি করে আসছিল।

শেয়ার করুন