চট্টগ্রামে ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরের জামালখান চেরাগী মোড় এলাকায় ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক ওরফে ইভান (১৮) কে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে এ ঘটনাটি ঘটে। আসকারকে কেন হত্যা করা হয়েছে, সে সম্পর্কে তার পরিবার কিছুই জনাতে পারছেন না। তবে তার চাচা মোহাম্মদ পারভেজ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি চেয়েছেন।
আসকার নগরের জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং নগরের বিএফ শাহীন কলেজের ছাত্র। তিনি নগরের এনায়েত বাজার এলাকার এস এম তারেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাসের অনুসারী এবং নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাদেকের অনুসারীদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জেরে দুই পক্ষ চেরাগী মোড় এলাকায় মুখোমুখি হয়। এক পর্যায়ে সাব্বির গ্রুপের আসকার ছুরিকাঘাতে আহত হন। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আসকারের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শৈবাল দাস সুমন ও সাব্বির সাদেক নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, এ ঘটনায় রাতে একজনকে আটক করা হয়েছে।