চুয়াডাঙ্গায় ৪৬০ পিস ইয়াবাসহ মোঃ জিলাম (৪৮) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব-৬। আজ ৩১ মার্চ (বৃহস্পতিবার) বেলা আড়াইটায় সদর উপজেলার বদরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা পৌর এলাকার জিনতলা মল্লিকপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে আটক জিলাম।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর আসে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজার এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। এ খবরের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল বরদগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী হিসেবে মোঃ জিলাম নামের এক ইজিবাইক চালককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪৬০ পিচ ইয়াবা, একটি ইজিবাইক, একটি মোবাইল ফোন এবং সাড়ে তিন হাজার টাকা।
র্যাব আরো জানায়, জব্দকৃত আলামত ও আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।