চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২১-২২ এর উদ্বোধন করা হয়েছে।
আজ ৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টায় ডা. আ. আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রাইম ব্যাংক লিঃ চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন আবু সাহাদাত মোঃ সিহাব, বিসিবি’র কাউন্সিলর শেখ ফরিদ সায়েম, ক্রীড়া সংগঠক মোঃ সালামত হোসেন, ক্রীড়া সংগঠক মোঃ বদিউজ্জামান বুধু প্রমূখ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং গ্রীন ভিউ উচ্চ বিদাালয়। এই টুর্নামেন্টে জেলা শহরের ৬টি বিদ্যালয় অংশ নিয়েছে।