দৌলতদিয়া ঘাটে চরম যানজট: ভোগান্তিতে যাত্রী
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 24-06-2022
ফাইল ছবি : সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে, যে কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানজটে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

আজ ২৪ জুন (শুক্রবার) দুপুর পর্যন্ত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় রয়েছে প্রায় আট শতাধিক যানবাহন। যানবাহনগুলোর মধ্যে অর্ধশত যাত্রীবাহী বাস রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনগুলোকে ফেরিপারের অপেক্ষায় থাকতে হচ্ছে।

রাজবাড়ী জেলা পুলিশের তথ্য অনুসারে, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকায় যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। এছাড়া গোয়ালন্দ মোড় এলাকায় আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিপারের অপেক্ষায় রয়েছে। জেলা পুলিশের তথ্যমতে, রাজবাড়ীর দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় এলাকায় ফেরিপারের অপেক্ষায় রযেছে সাত শতাধিক যানবাহন।

শেয়ার করুন