নবাবগঞ্জ থানায় কাজে গিয়ে গ্রেপ্তার হলেন মৎস্যজীবী লীগ নেতা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 15-12-2024
ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি মিথুন মোস্তারীম নবাবগঞ্জ থানায় কাজে এসে গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় শনিবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মিথুন মোস্তারীমের বাড়ি নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের খানহাটি গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, মিথুন মোস্তারীম জমিসংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গতকাল সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় আসেন। এ সময় তাঁর রাজনৈতিক পরিচয় পেয়ে পুলিশ তাঁকে আটক করে। আটকের পর তাঁকে থানার একটি কক্ষে বসিয়ে রাখা হয়। পরে তাঁকে বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে রাখা হয়।

 

আগলা ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, মিথুন মোস্তারীম এক সময় যুবদল করতেন। এর পর কিছুদিন জাতীয় পার্টি করেন। পুলিশের সঙ্গে সখ্য তৈরি করে তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের হাত ধরে মৎস্যজীবী লীগে যোগ দেন। বাগিয়ে নেন ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতির পদ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম বলেন, মিথুন মোস্তারীমকে একটি রাজনৈতিক মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন