এবার দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার (২৯ মার্চ) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানায় মামলাটি করা হয়। মামলায় সাংবাদিক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে রমনা থানা থেকে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে, এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।
থানা সূত্রে জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়। রাত ১১টা ১০ মিনিটে মামলাটি করা হয়েছে। মামলাটি করেছেন, আইনজীবী আব্দুল মালেক ওরফে মশিউর মালেক (৬১)।
মালেক মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
এছাড়া আসামিরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।