নিত্যপণ্যের দাম কমানোসহ শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার ব্যানারে আজ ৯ মে (সোমবার) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বাসদ সদস্য ও জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর ছাত্রফ্রন্ট সদস্য লামিয়া সায়মন, মহানগর ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার এবং জেলা শ্রমিক ফ্রন্টের সহসভাপতি গোলাম রসুলসহ প্রমূখ।