ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফার একটি আশ্রয়শিবিরে গত রোববার অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। বোমা হামলার পর আগুনে ওই শিবিরের তাঁবুগুলো পুড়ে যায়। এতে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলেছে, ঘটনাটি দুঃখজনক হলেও তা যুক্তরাষ্ট্রের ‘রেড লাইন’ অতিক্রম করার মতো বড় কোনো স্থল অভিযান নয়।
ওই হামলার পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইসরায়েলিরা বলেছেন, এটা একটা দুঃখজনক ভুল।’ সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেছিলেন, রাফায় যে হামলা হয়েছে, সেটি কি সেই ধরনের ‘মৃত্যু ও ধ্বংসের ঘটনা’, যেটি সম্পর্কে মার্কিন কর্মকর্তারা আগে সতর্ক করে বলেছিলেন, তেমনটা হলে ইসরায়েলের আরও সহায়তা বন্ধ হতে পারে।