প্যারেড শেষ করে ফেরার পথে বাসের ধাক্কায় শিল্প ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ ২১ মে (শনিবার) সকালে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)।
শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের এএসপি সেলিম নেওয়াজ বলেন, সকালে উত্তর কাট্টলীর প্যারেড মাঠে প্যারেড শেষ করে খুলশীতে শিল্প পুলিশের কার্যালয়ে ফিরছিলেন পুলিশ সদস্যরা। পথে সাগরিকা মোড়ে একটি বাস পুলিশ ভ্যানের মাঝামাঝি আঘাত করে। এতে ভ্যানে থাকা ১৩ জন আহত হয়েছেন।
তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।