বিজয় দিবসে দেওয়ানগঞ্জের মেয়রের হাতে শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 17-12-2021
ফাইল ছবি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ। ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহ নেওয়াজ শাহান শাহের হাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে জনসম্মুখে এ ঘটনা ঘটে।

সারা দেশের মতো দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উদযাপনের আয়োজন করে। বিজয়ের প্রথম প্রহরে উপজেলার বিভিন্ন স্তরের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিদ্যালয় মাঠে সবাই উপস্থিত হয়। এরপর সবাইকে ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণের জন্য আহ্বান করা হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ্ মাইকে নাম ঘোষণারত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে থাপ্পড় মারেন। মেয়র উত্তেজিতভাবে বলেন, ‘উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পরেই পৌরসভার নাম ঘোষণা করতে হবে। তা না করে আমাদের নাম শেষে ঘোষণা করার কী কারণ?’ এ সময় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। পরে স্থানীয় পুলিশ সবাইকে শান্ত করে।

ভুক্তভোগী দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে তালিকা করে আমাকে নাম ঘোষণার দায়িত্ব দেওয়া হয়। পৌরসভার নাম আগে না পরে হবে তা আমি নির্ধারণ করিনি। পাঁচ নম্বরে নাম ঘোষণা করায় মেয়র সবার সামনে আমাকে লাঞ্ছিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

পৌর মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ্ জানান, ‘আমি কাউকে লাঞ্ছিত করি নাই, শুধু বলেছি পৌরসভার নাম এত পরে কেন?’

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, একজন মেয়র হয়ে সরকারি কর্মকর্তার গায়ে এভাবে হাত তুলতে পারেন না। বিষয়টি কোনোভাবেই ঠিক হয়নি। এ ব্যাপারে ওই শিক্ষা কর্মকর্তা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’



শেয়ার করুন