যে কারণে ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলছেন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 04-03-2025
ফাইল ছবি : সংগৃহীত

দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ কালো আর্মব্যান্ড পরে খেলছেন ভারত দলের খেলোয়াড়েরা। রোহিত শর্মা-বিরাট কোহলিদের কালো আর্মব্যান্ড বেঁধে খেলার কারণ জানতে নিশ্চয়ই কৌতূহল হচ্ছে।
ভারতীয় খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরার কারণ, দেশটির সাবেক স্পিনার পদ্মকর শিভালকরকে শ্রদ্ধা জানানো। ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি স্পিনার শিভালকর গতকাল মুম্বাইয়ে ৮৪ বছর বয়সে মারা গেছেন।

রঞ্জি ট্রফিতে যে মুম্বাই (সাবেক বোম্বে) লম্বা সময় আধিপত্য দেখিয়েছে, এর পেছনে অবদান ছিল শিভালকরের। ১৯৬৫-৬৬ থেকে ১৯৭৬-৭৭ মৌসুমের মধ্যে নয়বার রঞ্জি ট্রফি জেতা মুম্বাই দলের সদস্য ছিলেন তিনি। বাঁহাতি স্পিনার শিভালকর ১২৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৯.৬৯ গড়ে ৫৮৯ উইকেট পেয়েছেন। দুর্দান্ত অ্যাকুরেসি আর টার্নের জন্য বিখ্যাত হয়ে উঠলেও ভারতের হয়ে কখনো টেস্ট খেলা হয়নি শিভালকরের।

এরাপল্লি প্রসন্নর সঙ্গে পদ্মকর শিভালকর (ডানে)

এরাপল্লি প্রসন্নর সঙ্গে পদ্মকর শিভালকর (ডানে)এএফপি

রঞ্জি ট্রফিতে শিভালকরের সবচেয়ে বিখ্যাত পারফরম্যান্স ছিল ১৯৭২-৭৩ মৌসুমে। সেবার ফাইনালে প্রথম ইনিংসে ১৬ রানে ৮ আর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে তামিলনাড়ুকে নাকানিচুবানি খাইয়ে শিরোপা জিতিয়েছিলেন মুম্বাইকে।

শিভালকরের নাম এলে ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে যায় আরেকটি নাম—রাজিন্দার গোয়েল। তিনিও ভারতের ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি এক বাঁহাতি স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচে ১৮.৫৮ গড়ে ৭৫০ উইকেট নিলেও শিভালকরের মতো টেস্ট খেলা হয়নি তাঁরও।

হরিয়ানায় ভারতের সাবেক স্পিনার রাজিন্দার গোয়েল (ডানে ফুলের মালা গলায় পরা)রাজিন্দার গোয়েল

এই দুজনের টেস্ট দলে জায়গা না পাওয়ার মূল কারণ ছিল, তখন ভারতীয় দলে দারুণ দাপটে পারফরম্যান্স করে যাচ্ছেন বিষেণ সিং বেদি। কিংবদন্তি সুনীল গাভাস্কার তাঁর ‘আইডলস’ বইটি তাঁর প্রিয় যে ৩১ জন ক্রিকেটারকে নিয়ে লিখেছেন, তাঁদের মধ্যে শুধু শিভালকর ও রাজিন্দারই টেস্ট খেলেননি।

শেয়ার করুন