আগেই বলে রেখেছিলেন, শুটিং থেকে কিছুদিন বিরতিতে স্বামী রাকিব সরকারকে নিয়ে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেল ২৪ নভেম্বর সেই যাত্রা করেন নায়িকা, ফিরেছেন সম্প্রতি।
ফের ব্যস্ত হচ্ছেন চিরচেনা লাইট-ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায়। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুটিংয়ে ফিরছেন মাহিয়া মাহি। নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তিনি।
এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করছেন ডি এ তায়েব, আবুল হায়াত, দিলারা জামান, ইমনসহ অনেকে। কমল চৌধুরীর গল্পে ওয়েব ফিল্মটির চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজে।