এ বছর দুইটি শর্ত মেনে হজ্জ করতে পারবেন ১০ লাখ মানুষ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 09-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

গত দুই বছর কোভিড-১৯ এর কারণে পবিত্র হজ্জ পালনে নানা বিধি নিষেধ থাকায় হজ্জ করতে পারেনি মুসল্লিগণ সেজন্য এ বছর ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লিকে হজ্জের অনুমতি দিচ্ছে সৌদি আরব। তবে এ ক্ষেত্রে মুসল্লিদের মানতে হবে দুটি শর্ত। আজে ৯ এপ্রিল (শনিবার) এক টুইটে এ ঘোষণা দিয়েছে সৌদির হজ্জও ওমরাহ মন্ত্রণালয়। আরব নিউজ, আনাদোলুসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সৌদির হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, দুটি শর্তর মধ্যে প্রথমটি হলো হজ্জ যাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশ্যে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজ্জ যাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

মন্ত্রণালয় বলেছে, প্রত্যেক হজ্জ যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ্জ পালনের সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেওয়া সব ধরনের পূর্ব সতর্কতা মূলক পদক্ষেপ মেনে চলতে হবে।


এর আগে করোনা ভাইরাস মহামারির কারণে গত বছর সীমিত সংখ্যক হজ্জ যাত্রী হজ্জ পালন করতে পেরেছেন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ্জ পালন করেছেন। যেখানে মহামারির আগের বছরগুলোতে হাজির সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতো।

মন্ত্রণালয় বলছে, সর্বোচ্চ সংখ্যক হজ্জ যাত্রীকে হজ্জ পালন এবং মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি আরব। একই সঙ্গে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা দেওয়াও সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

উল্লেখ্য, ২০১৯ সালে সারা বিশ্ব থেকে ২৫ লাখ মানুষ পবিত্র হজ্জ পালনের সুযোগ পেয়েছিলেন। করোনার কারণে ২০২০-২১ সালে সীমিত আকারে শুধুমাত্র সৌদিতে অবস্থানরত সীমিত সংখ্যক মানুষ হজ্জ পালনের অনুমতি পান। আর গেল বছর ৬০ হাজার মানুষ পবিত্র হজ্জ পালন করার সুযোগ পান।

 

শেয়ার করুন