পদত্যাগ করেছে পাকিস্থানের এটর্নি জেনারেল
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 10-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

শনিবার (৯ এপ্রিল) গভীর রাতে পদত্যাগ করেছেন পাকিস্তানের এটর্নি জেনারেল খালিদ জাভেদ। সেদিন রাতেই তিনি প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। 

তিনি পত্রে উল্লেখ  করে বলেছেন, আমি পাকিস্তানের দায়িত্ব সর্বোত্তম সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করেছি। এখন আমি পদত্যাগ পত্র জমা দেয়ার যথার্থতা মনে করছি। এতে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে তিনি এটর্নি জেনারেল হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন দ্য নিউজ।

পদত্যাগ পত্র জমা দেয়ার সময় খালিদ জাভেদ বলেছেন, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে আমি পাকিস্তানের এটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করে আসছিলাম।

এ জন্য আমি সম্মানিত বোধ করছি। এ রাতেই অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে বিরোধীরা। এর মধ্য দিয়ে পাকিস্তানের ইতিহাসে ইমরান খান হলেন এমন ভোটে ক্ষমতাচ্যুত প্রথম প্রধানমন্ত্রী।
 

শেয়ার করুন