সাংবাদিক নাদিম হত্যা: ২২ জনকে আসামি করে স্ত্রীর মামলা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 17-06-2023
ফাইল ছবি : সংগৃহীত

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার তিন দিন পর ২২ জনকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী মনিরা বেগম। শনিবার (১৭ জুন) দুপুরে বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তিনি।

 

মামলায় প্রধান আসামি করা হয়েছে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে। এর আগে এদিন সকালে মূল অভিযুক্ত বাবুকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

 

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার দাস বাবুকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

 

তবে এখনও গ্রেফতার হয়নি হামলায় সরাসরি অংশ নেয়া চেয়ারম্যানের ছেলে। নাদিম হত্যায় চেয়ারম্যান বাবুসহ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। তবে বাবু ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি। গ্রেফতার অন্য ১০ জন চেয়ারম্যান বাবুর অনুসারী বলে জানা গেছে।
 
 
বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার
নাদিম হত্যার ঘটনায় মাহমুদুল আলম বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক পদ থে‌কে সাম‌য়িক ব‌হিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
 

শুক্রবার (১৬ জুন) রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইলের যৌথ স্বাক্ষরে সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত বাবুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে সাম‌য়িক বহিষ্কার করা হয়েছে।
 

তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে উপস্থিত হয়ে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতেও বলা হয়েছে।

 

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজার থেকে নিলক্ষীয়ায় বাড়ি ফিরছিলেন বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি নাদিম। এ সময় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন।

 
পরদিন (১৫ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম।

 

শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় উপজেলার বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নাদিমের। বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন