পাকিস্তান থেকে ছোড়া ‘ড্রোন ও ক্ষেপণাস্ত্র’ নিষ্ক্রিয় করার দাবি ভারতের
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 08-05-2025
ফাইল ছবি : সংগৃহীত

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান থেকে ‘ড্রোন ও ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের ছোড়া এসব ‘ড্রোন ও ক্ষেপণাস্ত্র’ নিষ্ক্রিয় করেছে তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ৭ ও ৮ মে রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অনেকগুলো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে চায়। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সব কটিই ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম (আকাশ প্রতিরক্ষাব্যবস্থা) নিষ্ক্রিয় করে দিয়েছে।

 

 

বিবৃতিতে আরও বলা হয়, কাশ্মীরের অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলান্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই, ভুজসহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর অনেকগুলো স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পাকিস্তান। সেগুলোর ধ্বংসাবশেষ এখন সংগ্রহ করা হচ্ছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এর জবাবে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিভিন্ন জায়গায় এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেমগুলোকে নিশানা করেছে। ভারতের এ জবাব একই মাত্রার বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। এতে আরও বলা হয়, তারা বিশ্বাসযোগ্যভাবে জানতে পেরেছে যে পাকিস্তানের লাহোরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অকার্যকর হয়ে গেছে।

নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের তীব্র গুলিবর্ষণের কারণে ১৬ জন নিহত হয়েছেন বলেও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে।

 

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হন। এর জের ধরে ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। ভারতের এই হামলায় ৩১ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে। ওই হামলার পর থেকেই কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনারা গুলিবর্ষণ করছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে আজ পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের কথা বলল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন