রাঙামাটি কাউখালীতে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপসচিব ড. মোঃ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সুজিত কুমার বনিক, ড. সনজিদা মুস্তাফী, ড. শাম্মী আক্তার। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া।
এতে বিজ্ঞান ও শিল্প পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৮টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে।