কাবুলের পশ্চিমাঞ্চলে মসজিদে বিস্ফোরণে নিহত ৬৬
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 30-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

আফগানিস্তানের কাবুলের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। এ নিয়ে পবিত্র রমজান মাসে দেশটিতে সাধারণ মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটলো।

তবে আফগান সরকারের পক্ষ থেকে বিস্ফোরণে ১০ জন নিহতের কথা বলা হচ্ছে। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ডেপুটি মুখপাত্র বেসমুল্লাহ হাবিব জানান, কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

মসজিদের প্রধান সাইদ ফাজিল আঘা বলেন, ধারণা করা হচ্ছে আত্মঘাতী কোন হামলাকারী নামাজে অংশ নিয়েছিল। তিনি বলেন, আমি বেঁচে গেছি, কিন্তু স্বজন হারিয়েছি।

স্বাস্থ্যকর্মীদের এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, হাসপাতালে এখন পর্যন্ত ৬৬টি মরদেহ এসেছে। আহত অবস্থায় এসেছেন ৭৮ জন। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

শেয়ার করুন