নানিয়ারচরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা ও দুটি মেশিন জব্দ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 01-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটির নানিয়ারচরে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও দুটি মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া। 

এসময় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের নানাক্রম গ্রামের নদীতে ড্রেজার বসিয়ে ছগির নামের এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও দুটি মেশিন জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া বলেন, নানিয়ারচর উপজেলার বাজার মনিটরিং করা হয়েছে। অবৈধ‍ ভেজাল পণ্য বন্ধ ও নিরাপদ খাদ‍্য নিশ্চিত করতে আমাদের আজকের এ অভিযান। এছাড়াও নানাক্রম এলাকা থেকে অবৈধ‍ বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, পাশাপাশি এ ধরনের কাজের জন‍্য তাকে কঠোর হুশিয়ারি করা হয়েছে।

 


 

শেয়ার করুন