আফগান নারীদের সাথে পুরুষ সঙ্গী না থাকলে বিমান ভ্রমণ করতে পারবে না, এ মর্মে তালেবান সরকার একটি নির্দেশনা জারি করেছে। সংশ্লিষ্ট দুটি সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।
তালেবান সরকার আফগানিস্তানে যাত্রী পরিবহনে নিয়োজিত এয়ারলাইন্সগুলোকে পুরুষ সঙ্গী ব্যতীত নারী যাত্রী নিয়ে ভ্রমনে নিষেধাজ্ঞা নির্দেশ দিয়েছে। আফগানিস্তানের আরিয়ানা এয়ারলাইন ও কাম এয়ারের দুজন কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন। কোনো পুরুষ সফরসঙ্গী না থাকলে নারীদের বিমানে না ওঠাতে বলা হয়েছে বলে তারা জানান।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার তালেবান প্রশাসনের সঙ্গে বিমান সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতিনিধিদের এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এর একদিন আগে বুধবার আফগানিস্তানে মেয়েদের হাইস্কুলগুলো খোলার কয়েক ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় তালেবান সরকার।