ফ্রান্সে অবসরের বয়সসীমা বৃদ্ধির অনুমোদনে নীরব প্রতিবাদ জানালো আর্বজনা সংগ্রহকারী কর্মীরা। রোববার (১২ মার্চ) প্যারিসের রাস্তায় রাস্তায় আবর্জনার স্তূপ জমিয়ে রেখে ব্যতিক্রমী এ ধর্মঘট পালন করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।
রাজধানীসহ বেশ কয়েকটি বড় শহরেও কাজ বন্ধ করেন শ্রমিকেরা। পরিবহন ও বিদ্যুৎ খাতেও পরিষেবা কমিয়ে দেয়া হয়। মূলত দেশটিতে অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
শনিবার চলমান বিক্ষোভ-সমাবেশকে উপেক্ষা করে অবসরের বয়সসীমা বৃদ্ধির পরিকল্পনায় অনুমোদন দিয়েছে সিনেট সদস্যরা। খুব শিগগিরই সেটি আইনে পরিণত করবে ফরাসি পার্লামেন্ট। এ বিল পাসের অনুমোদন দেয়ার জেরেই এরূপ ধর্মঘট পালন করেন ফরাসিরা। তবে এতে মোটেও বিচলিত হয়নি ম্যাকরন সরকার। কিন্তু দিন শেষে আবর্জনার স্তূপ বাড়তে দেখা যায় রাজধানীর আইফেল টাওয়ারসহ বিভিন্ন সড়কে।