প্রতিবাদ জানাতে ময়লার স্তূপ জমিয়ে রাখলো ফ্রান্সের পরিছন্নতাকর্মীরা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 13-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

ফ্রান্সে অবসরের বয়সসীমা বৃদ্ধির অনুমোদনে নীরব প্রতিবাদ জানালো আর্বজনা সংগ্রহকারী কর্মীরা। রোববার (১২ মার্চ) প্যারিসের রাস্তায় রাস্তায় আবর্জনার স্তূপ জমিয়ে রেখে ব্যতিক্রমী এ ধর্মঘট পালন করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।

 

রাজধানীসহ বেশ কয়েকটি বড় শহরেও কাজ বন্ধ করেন শ্রমিকেরা। পরিবহন ও বিদ্যুৎ খাতেও পরিষেবা কমিয়ে দেয়া হয়। মূলত দেশটিতে অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

 

শনিবার চলমান বিক্ষোভ-সমাবেশকে উপেক্ষা করে অবসরের বয়সসীমা বৃদ্ধির পরিকল্পনায় অনুমোদন দিয়েছে সিনেট সদস্যরা। খুব শিগগিরই সেটি আইনে পরিণত করবে ফরাসি পার্লামেন্ট। এ বিল পাসের অনুমোদন দেয়ার জেরেই এরূপ ধর্মঘট পালন করেন ফরাসিরা। তবে এতে মোটেও বিচলিত হয়নি ম্যাকরন সরকার। কিন্তু দিন শেষে আবর্জনার স্তূপ বাড়তে দেখা যায় রাজধানীর আইফেল টাওয়ারসহ বিভিন্ন সড়কে।

শেয়ার করুন