বসুন্ধরা গ্রুপ ৮ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করেছে সিলেটে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 24-06-2022
ফাইল ছবি : সংগৃহীত

সিলেট জেলা প্রশাসনের কাছে বন্যা দুর্গতদের জন্য সাড়ে ৫ হাজার প্যাকেট ত্রাণ হস্তান্তর করেছে বসুন্ধরা গ্রুপ। একই সাথে সিলেটের কানাইঘাটে আরও আড়াইহাজার প্যাকেট ত্রাণ বিতরণ করছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে একদিনে ৮ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ।

আজ ২৪ জুন (শুক্রবার) সকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের কাছ থেকে এসব ত্রাণ গ্রহণ করেন সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান ও জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ফরেন এডভাইজর ডঃ সাজ্জাদ হায়দার, হেড অফ পাবলিক রিলেশন অফিসার (পিআর) শেখ মোহাম্মদ মিজানুর রহমান, মেজর জুবায়ের আহমেদ সরকার, স্কোয়ার্ডন লিডার গোলাম মোস্তফা, লেঃ আব্দুল মান্নান, এমডি সেক্রেটারি আমিনুল ইসলাম প্রমুখ।  

এর আগে সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে দুই দফায় আরও ১২ হাজার ত্রাণ বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ।

শেয়ার করুন