প্রথমবারের মত ইউক্রেনে ব্রিটিশ নাগরিক নিহত
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 29-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

ইউক্রেনে প্রথমবারের মতো একজন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তির নাম স্কট সিবলি, যিনি ইউক্রেনীয় বাহিনীর হয়ে যুদ্ধ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনিই প্রথম ব্রিটিশ নাগরিক যিনি সংঘর্ষে নিহত হয়েছেন এবং তাকে অনন্য এক বন্ধু বলে উল্লেখ করা হয়েছে।

তবে পররাষ্ট্র দপ্তর নিখোঁজ ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। তাছাড়া সিবলি কীভাবে এবং কোথায় মারা গেছেন এবং দ্বিতীয় ব্যক্তি কোথায় নিখোঁজ হয়েছেন সে সম্পর্কিত স্পষ্ট কোন তথ্যও জানা যায়নি।

কূটনৈতিক সূত্র বলছে, তারা দু’জন হয়তো মারিওপোল বা দনবাস দুটোর কোন একটি জায়গায় ইউক্রেন বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানায়, তারা জরুরি ভিত্তিতে নিখোঁজ নাগরিকের সন্ধান বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন