মা-বাবাসহ চার স্বজনের পর ৯ বছরের সুজনেরও মৃত্যু
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 24-04-2024
ফাইল ছবি : সংগৃহীত

রাজধানীর ভাষানটেক এলাকায় আগুনে দগ্ধ পরিবারের আরও একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা দুইটার দিকে সুজন নামের ৯ বছর বয়সী শিশুটির মৃত্যু হয়। তাকে নিয়ে আগুনের এ ঘটনায় দগ্ধ পরিবারটির ছয়জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, সুজনের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ সকালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে শিশু সুজনের বাবা লিটন চৌধুরী (৫২), মা সূর্য বানু (৪০), বোন লামিয়া (৭) ও নানি মহিরুন্নেছা (৭০) এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন সুজনের বোন লিজা আক্তার (১৮)।

১২ এপ্রিল ভোর ৪টার দিকে ভাষানটেকের একটি বাসায় মশার কয়েল জ্বালাতে গেলে ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। পুলিশের ধারণা, গ্যাস সিলিন্ডারের লাইনের ছিদ্র থেকে গ্যাস বের হয়ে ঘরের মধ্যে জমে ছিল। মশার কয়েল জ্বালাতে গেলে সেই গ্যাসে আগুন লাগে।

 

লিটন চৌধুরীর বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। তিনি পরিবার নিয়ে পশ্চিম ভাষানটেকের একটি বাসায় ভাড়ায় থাকতেন। লিটন চৌধুরী ওই এলাকায় আসবাবের ব্যবসা করতেন।


 

শেয়ার করুন