মিয়ানমারের জান্তাবিরোধী গণতন্ত্রপন্থিদের আন্দোলনে দায়িত্ব পালনকালে আটক ফটোসাংবাদিক কো শোয়ে নাইং কারাগারে মারা গেছেন। তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মিয়ানমারে এবার জান্তা সরকার ক্ষমতা নেওয়ার পর কারাগারে প্রথম কোনো সাংবাদিকের মৃত্যু এটি।
গত সপ্তাহে এক সহকর্মীসহ ইয়াংগুনে আটক হয়েছিলেন তিনি। যে কর্মসূচিতে তিনি আটক হয়েছিলেন তাঁর নাম ছিল সাইলেন্ট স্ট্রাইক বা নীরব প্রতিবাদ।
নিহত ফটোসাংবাদিক কো শোয়ের পরিবার জানায়, আটকের পর কো শোয়েকে সামরিক জিজ্ঞাসাবাদ সেন্টারে নিয়ে নির্যাতন করা হয়েছিল।