বিএনপির ৫ এমপির পদত্যাগে শূন্য হওয়া আসনে ভোট ১ ফেব্রুয়ারি
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 18-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৫টি আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোটগ্রহণ করা হবে।

 

শূন্য এ আসনগুলোতে উপনির্বাচনের বিষয়ে রোববার (১৮ ডিসেম্বর) বৈঠক করে ইসি। বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান। এরমধ্যে, ৫ জানুয়ারি মনোনয়ন দাখিলের শেষ তারিখ। মনোয়ন যাচাইবাছাই করা হবে ৮ জানুয়ারি আর প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। প্রতিটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

শেয়ার করুন