খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের মুখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ ৫ জনকে মারধর করার ঘটনাও ঘটেছে। এ সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী অপহরণ করে নিয়ে গেলেও পরে ছেড়ে দিয়েছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছে।
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল চৌধুরীর অভিযোগ, খাগড়াছড়ি আসনের আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে গণসংযোগ করতে উপজেলার বর্মাছড়িতে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দুই রাউন্ড গুলি ও গুলতি ছুড়ে। এতে প্রচারণায় যোগ দেয়া নেতাকর্মীরা প্রাণভয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন। পড়ে ঘটনার খবর পেয়ে নিরাপত্তাবিাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এবং অন্যান্য নেতাকর্মীদের নিরাপদে নিয়ে আসেন।