“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানে খাগড়াছড়ির দীঘিনালার কুজেন্দ্র মল্লিকা মর্ডাণ কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় দীঘিনালার কুজেন্দ্র মল্লিকা মর্ডাণ কলেজের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা ও আলোচক কুজেন্দ্র মল্লিকা মর্ডাণ কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মাইনুদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভারতেশ্বর ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রঞ্জন চাকমা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষাখাতে বর্তমান সরকারের নানা সাফল্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন