খাগড়াছড়িতে মৎস্যজীবী লীগের সমন্বয় সভা অনুষ্ঠিত
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 28-05-2022
ফাইল ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ মে(শুক্রবার) বেলা ১১ টায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. এ. গফ্ফার কুতুবী৷

খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ সভাপতি মিন্টু কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও তিন পার্বত্য জেলার সমন্বয়ক উদয়ন বড়ুয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদ-উজ-জামান (স্বাধীন), খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দেবেশ বরন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, পানছড়ি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক অরুন কুমার শীল প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত বাংলাদেশের অন্যতম পেশাজীবি সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ। এ সংগঠনকে সক্রিয় ও গতিশীল করতে সম্মিলিতভাবে সকলকে এগিয়ে আসতে হবে।

সভা শেষে দীঘিনালা ও পানছড়ি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন