খাগড়াছড়ির পানছড়িতে ‘জাল ভোট’ দিতে গিয়ে চার যুবক আটক, কারাদণ্ড
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 07-01-2024
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে একটি কেন্দ্রে ‘জাল ভোট’ দিতে গিয়ে চার যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ জানান।

 

 

দণ্ডিত মোঃ জাহিদ হাসান (১৯), মোঃ শওকত মিয়া(২১), মোঃ হালিম (২১), মোঃ ফুল মিয়া (২১) উভয়ে পানছড়ি উপজেলার ২৪৫নং বড় পাড়ার, পানছড়ি উপজেলার ফাতেমা গ্রামের বাসিন্দা।

 

এ ব্যাপারে সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পানছড়ির উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাকালে মোঃ জাহিদ হাসান (১৯), মোঃ শওকত মিয়া(২১), মোঃ হালিম (২১), মোঃ ফুল মিয়া (২১) চার যুবক জাল ভোট দিতে এসে যাচাই-বাছাই আটক হয়। পরে জাল ভোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নির্বাচনী আচরণ বিধি দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১(চ) ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

 

এসময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: জাফর উল্লাহ সহ দায়িত্বরত পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন