খাগড়াছড়ির লক্ষীছড়িতে ধুরং খালে গোসলে নেমে রশি কুমার চাকমা (৫০) নামের একজনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুলাই) দুপুরের দিকে লক্ষীছড়ির মহিষকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রশি কুমার চাকমা লক্ষীছড়ির মহিষকাটা চাকমাপাড়া গ্রামের আনন্দ কুমার চাকমার ছেলে।
স্থানীয়রা জানান, রশি কুমার চাকমা শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মদ পান করে মাতাল অবস্থায় বাড়ির অদূরে ধুরং খালে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে যান। বাড়ি থেকে চার কিলোমিটার দূরে কালাপানি স্লুইচ গেট এলাকায় তার মরদেহ খুঁজে পাওয়া যায়।
লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।